Flow Chart of Rotor Yarn Spinning Process | Features of Rotor Yarn


Features of Rotor Yarn (রােটর ইয়ার্ন এর বৈশিষ্ট্য):

(১) রেটির ইয়ার্ন দ্বারা সাধারণত মােটা সুতা তৈরি করা হয়ে থাকে।

(২) রােটর ইয়ার্ন এর শক্তি তুলনামূলক রিং স্পিনিং এর চেয়ে কম হয়ে থাকে।

(৩) এই সুতার হেয়ারিনেস কম হয়ে থাকে।

(৪) এই সুতায় নেপস এর পরিমাণ কম থাকে।

(৫) রােটর ইয়ার্ন এর স্থিতিস্থাপকতা বেশি থাকে।

(৬) উৎপাদন খরচ অনেক কম হয়ে থাকে ।

(৭) এই সুতা দিয়ে উন্নতমানের কাপড় তৈরি করা যায়।


Fig: Rotor yarn package


Flow Chart of  Rotor Yarn Spinning Process (রােটর-ইয়ার্ন -এর ফ্লোচার্ট):  







Flow Chart of Rotor Yarn Spinning Process | Features of Rotor Yarn Flow Chart of  Rotor Yarn Spinning Process | Features of Rotor Yarn Reviewed by Nazrul Islam on July 29, 2020 Rating: 5

No comments